যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক বাসার শেখ (২৩) রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল যশোরের কোতোয়ালি থানার চাঁনপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাশার শেখ নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭৩ দশমিক ৭৬ গ্রামে ওজনের একটি স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোরে গমন করছিল। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।ইখা
Saturday 1 November 2025
somoyerkonthosor - 2 days ago
যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
পিস্তল ঠেকিয়ে গৃহবধূর দুল ছিনতাই: ১০ মামলার আসামি ডন শরীফসহ গ্রেপ্তার ২, মাদক-মোটরসাইকেল উদ্ধার
- dhakatimes24⁞
