গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণঅভ্যূত্থানের আকাঙ্খা বাস্তবায়নে কারো সঙ্গে আমাদের জোট করাও লাগে, আমরা জোট করব।’
তিনি বলেন, ‘আমাদের সম্ভাব্য জায়গাগুলোতে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকে নির্বাচন করবে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশ ও প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনে দলটির প্রার্থী ও গণঅধিকার পরিষদের নির্বাহী সদস্য অ্যাডভোকেট জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি হাসান আল মামুন, সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কথা উল্লেখ করে বলেন, ‘কমিশনের অধ্যাদেশে বলা হয়েছে, কোনো কোনো দল যদি জোট করে ভোট করতে হয়, তা নিজের মার্কায়। আমরা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই।’
প্রতিবাদের উত্তাল সময়ে গণঅধিকার পরিষদ রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছিল জানিয়ে ভিপি নূর বলেন, ‘মানুষের মুক্তির যে আন্দোলনে আমরা রাজপথে লড়াই করেছিলাম, সেই মুক্তি অর্জন না করে আমরা ঘরে ফিরে যাইনি, আমরা ক্ষান্ত হইনি।’
নতুন রাজনীতি নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয় মন্তব্য করে নুরুল হক নূর বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক মতপথের পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করে, মসজিদে গেলে বুক মিলাবে, মন্দিরে বা পূজা মণ্ডপে গেলে শুভেচ্ছা বিনিময় করবে—এ রকম নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম। নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব ব্যতীত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’
বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২৪শের গণঅভ্যূত্থানের সকল শহীদদের স্মরণ করেন তিনি। বলেন, ‘বড় বড় রাজনৈতিক দল যেমনিভাবে সিলেট থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে, আমরাও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে প্রথমবারের মতো পূণ্যভূমি সিলেট থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণসমাবেশ প্রচারণা শুরু করেছি।’ এ সময় তিনি সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানকে পরিচয় করিয়ে দেন।
দলীয় প্রতীক ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ‘চার দশক প্রবাসে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন এবং নতুন রাজনৈতিক দল গণঅধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বিয়ানীবাজারের সন্তান অ্যাডভোকেট জাহিদুর রহমান।’
গণসমাবেশে তিনি সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনসহ বিভাগের ১৯ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের হাতে ট্রাক প্রতীক তুলে দেন।
প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী এড. জাহিদুর রহমান বলেন, ‘বিপ্লবের চেতনা এখনো জাগ্রত রয়েছে। যে স্বপ্ন নিয়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা দেশের মানুষকে উপভোগ করার জন্য সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র আমরা সবাই মিলে উপহার দেব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইন আদালত তার নিজস্ব গতিতে চলবে।’
দেশ থেকে দুর্নীতি নির্মূল করলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের মর্যাদা দেওয়ার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনে সিলেট-৬ আসনটি গণঅধিকার পরিষদকে আমরা উপহার দেব। নেতা নয়, সেবক হয়ে এ অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’
এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 4 days ago
