Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 4 days ago

ত্রিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা নামক স্থানে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এক সফল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলন রোধে পরিচালিত এই অভিযানে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। অভিযানে মো. হৃদয় আহমেদ নামের একজনকে আটক করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়েছে।
আটককৃত মো. হৃদয় আহমেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় সাজা প্রদান করা হয়েছে, এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জব্দকৃত ভেকু মেশিনটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করেছে ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এ প্রসঙ্গে ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এনআই


Latest News
Hashtags:   

ত্রিশালে

 | 

উত্তোলনে

 | 

অভিযান

 | 

একজনের

 | 

কারাদণ্ড

 | 

Sources