Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 6 days ago

র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার এক আসামি গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির ঘটনার মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম মো. নয়ন সিকদার (৩২)।সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে ঢাকার কোতয়ালী থানার ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নয়ন শিকদার (৩২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের প্রয়াত আনসার সিকদারের ছেলে।র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার প্রায় ১১ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার ইংলিশ রোড এলাকায় অভিযান চালান র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত নয়ন সিকদারের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র ও দস্যুতা মামলা রয়েছে। তাকে জেলার সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে গত বছরের ১৬ নভেম্বর দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতুর টোল প্লাজা সংলগ্ন এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই মিনিবাসের গতিরোধ করে ৬-৭ জনের একদল লোক র‌্যাব পরিচয় দিয়ে গার্মেন্ট ব্যবসায়ী রানা তালুকদারকে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নিয়ে যায়। মাইক্রোযোগে ওই ব্যবসায়ীকে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনখালী এলাকায় ফেলে রেখে তার সঙ্গে থাকা ৩০ লাখ ১১ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনায় ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

আরডি


Latest News
Hashtags:   

র‌্যাব

 | 

পরিচয়ে

 | 

ডাকাতির

 | 

মামলার

 | 

আসামি

 | 

গ্রেপ্তার

 | 

Sources