ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের কারণে এলাকায় নাট্যকর্মী হিসেবে বেশ পরিচিতি ছিল তার।
শামীম আকতারের ভাই জাপান জানান, ইতালিতে থাকা ভাবি মোবাইলে জানান যে শামীম ঘরের ভিতর গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। বাজার থেকে ছুটে আসার আগেই মারা যায় শামীম। দরজা ও বাড়ির গ্রিল বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে দেখি ঝুলন্ত অবস্থায় আছে শামীম।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দুই মাস আগে ৩০ লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন শামীম আকতার ও স্ত্রী মুক্তা আক্তার। ভিসা জটিলতার কারণে স্ত্রী চলে গেলেও স্বামী আটকে যান। চেষ্টা করছিলেন ভিসা জটিলতা কাটিয়ে স্ত্রীর কাছে যাওয়ার।
শামীমের ভাই জানান, ইতালিতে ভাবি যাওয়ার পর কাজে যোগ দিতে পারেনি। তার ভরণ-পোষণের জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা পাঠাতে হতো। টাকার জন্য খুব চাপে ছিল শামীম। আজ কী হয়েছে, কেউ বলতে পারছি না।
এনআই
Sunday 2 November 2025
somoyerkonthosor - 6 days ago
