Sunday 2 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 6 days ago

নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গোরস্থান থেকে মাগুরা জেলার এক ইটভাটার ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম আব্দুল মজিদ মোল্লা (৬৩)। তিনি মাগুরা সদর উপজেলার শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে এবং স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, চার মাস আগে নিখোঁজ হন আব্দুল মজিদ মোল্লা। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং দূরবর্তী নাটোরের এই গোরস্থানে তার লাশ এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয়রা সকালে গোরস্থানের গেটের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পাশে কিছু টাকাও পাওয়া যায়।’তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে, আইনি জটিলতা এড়াতে কেউ এমনটি করে থাকতে পারে। পরে নিহতের আঙুলের ছাপ মিলিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরডি


Latest News
Hashtags:   

নাটোরে

 | 

গোরস্থান

 | 

নিখোঁজ

 | 

ব্যক্তির

 | 

মরদেহ

 | 

উদ্ধার

 | 

Sources