Tuesday 4 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 8 days ago

রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস

টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে লস ব্লাঙ্কোসদের।তবে মাঠের জয়ের মাঝে ভিনিসিয়ুস জুনিয়র ইস্যুতে ক্লাবের উদ্বেগ বেড়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ব্যক্তিগত পারফরম্যান্সে ঝলক দেখালেও পুরো ৯০ মিনিটে সুযোগ পাননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের ৭২ মিনিটে জাবি আলোনসো তাঁকে তুলে রদ্রিগো গোজকে নামান কোচ জাভি আলোনসো। মাঠেই এনিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। এমনকি ম্যাচ শেষে টানেলে হাঁটার সময় রিয়াল ছাড়ার কথা বলতে শোনা গেছে।স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দলের জয় নিশ্চিত হওয়ার পরও ভিনিসিয়ুসের মুখে হাসি দেখা যায়নি। প্রাথমিকভাবে বিষয়টি ভাবিয়ে তুলেছে রিয়ালের অন্যান্য ফুটবলার ও ম্যানেজমেন্টকে। যদিও আলোনসো বলেছেন, ‘ভিনিসিয়ুসের সঙ্গে আমার অনেক ভালো স্মৃতি আছে। সে দারুণ খেলেছে, বাকিরাও ভালো করেছে। জয়টা আমাদের প্রাপ্য ছিল। পরে আমরা বিষয়টি নিয়ে কথা বলব।’ভিনিসিয়ুসের হুমকি হালকাভাবে নেওয়া হলেও, গত মৌসুম থেকে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পাচ্ছেন এই তারকা। সম্প্রতি রিয়ালের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও আসছে। এবার মাঠেই প্রকাশ্যভাবে অসন্তোষ দেখানোয়, রিয়াল ছাড়ার সম্ভাবনা নতুন করে উসকে দেওয়া হলো।
আরডি


Latest News
Hashtags:   

রিয়াল

 | 

ছাড়ার

 | 

হুমকি

 | 

দিলেন

 | 

ভিনিসিয়ুস

 | 

Sources