Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 5 days ago

হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০


সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া যুবকের নাম বাদল মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পিরগাছা গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ফেরার পথে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বাদল মিয়া মারা গেছেন।
এসআর


Latest News
Hashtags:   

হবিগঞ্জে

 | 

উল্টে

 | 

যুবকের

 | 

মৃত্যু

 | 

Sources