Tuesday 4 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 8 days ago

অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ

আগামী ২১ নভেম্বর থেকে পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এ ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগেই শঙ্কা ছিল। এবার তা সত্য হলো। পিঠের চোটে ভুগতে থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই পিঠের ব্যথায় ভুগছিলেন কামিন্স। মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার পিঠে স্ট্রেস ইনজুরি হয়েছে। এরপর থেকে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তার অন্তত চার সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়া দল আশা করছে, কামিন্স ব্রিসবেনে ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন।অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা জানি সময় খুবই সীমিত। সম্প্রতি নিশ্চিত হয়েছি যে, কামিন্সের চোট সারতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে। এটা হতাশার, তবে আমরা আশাবাদী তিনি দ্বিতীয় টেস্টেই ফিরবেন।’ওয়েস্ট ইন্ডিজ সফরে মাত্র একটি টেস্ট খেলেই হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়েছিলেন স্কট বোল্যান্ড। এবার কামিন্সের জায়গায় তাকেই দেখা যেতে পারে পার্থে। ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘অধিনায়ককে হারানো কখনোই সহজ নয়। তবে স্কট বোল্যান্ডের মতো একজনকে দলে পাওয়া অনেক ইতিবাচক দিক এনে দেয়। নেতৃত্বের ক্ষেত্রে স্থিতিশীলতা দরকার, আর স্টিভ স্মিথ সেই দায়িত্ব ভালোভাবেই পালন করতে সক্ষম।’
আরডি


Latest News
Hashtags:   

অ্যাশেজের

 | 

প্রথম

 | 

টেস্টে

 | 

কামিন্স

 | 

নেতৃত্বে

 | 

স্মিথ

 | 

Sources