রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান, ছেলে আব্দুল্লাহ (৫) ও মেয়ে সুরাইয়া (৩) নিয়ে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন তিনি। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন।
এদিকে দুর্ঘটনার এক দিন আগে ফেসবুকে পোস্ট দেন কালাম। তিনি লেখেন, ‘ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ এর কয়েক ঘণ্টা পরেই এই দুর্ঘটনা ঘটে।
নিহত কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আজ বাসা থেকে বের হওয়ার সময় দরজার সামনে অনেকটা সময় নিয়ে জুতা পরতেছিল। আমিও অনেকটা সময় তার সাথে দাঁড়িয়ে ছিলাম। তিনি কেমন যেন মনে হচ্ছিল, আজ যেতে চায়নি। সে আর নেই, আমি আর আমার সন্তান এখন কিভাবে থাকবো? আমাদের কে দেখবে, আমাদের কি হবে?’
নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, ‘কালাম খুব মেধাবী ও পরিশ্রমী ছিল। নিজের প্রচেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিল। এমন মানুষকে আমরা হারালাম এক অবহেলাজনিত দুর্ঘটনায়।’
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আমরা খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।’
আবুল কালামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে।
এনআই
Saturday 1 November 2025
somoyerkonthosor - 6 days ago
