Saturday 1 November 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 6 days ago

৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এ পর্তুগিজ সুপারস্টার।শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হাজমকে ২-০ গোলে পরাজিত করে টানা জয়ের ধারা বজায় রাখে রোনালদোর দল। এদিন গোল পেয়েছেন আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সও। পুরো ম্যাচজুড়ে আল নাসর ছিল সম্পূর্ণ প্রভাবশালী। তারা ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং ১২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে, আল হাজমের বল দখল ছিল মাত্র ৩৬ শতাংশ, তারা নেয় ৩টি শট, যার মধ্যে ২টি ছিল টার্গেটে।২৫ মিনিটে ফেলিক্সের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড পায় আল নাসর। এটি ছিল সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। প্রথমার্ধে আর কোনো গোল না এলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ ধরে রাখে দলটি। অবশেষে ৮৮তম মিনিটে রোনালদোর গোলেই নিশ্চিত হয় জয়ের সীলমোহর।এই গোলের মাধ্যমে রোনালদো ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। তিনি এই গোলগুলো করেছেন পাঁচটি ক্লাব ও পর্তুগালের জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপি (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫), রিয়াল মাদ্রিদ (৪৫০), জুভেন্টাস (১০১), আল নাসর (১০৬) এবং জাতীয় দলের হয়ে ১৪৩ গোল।
আরডি


Latest News
Hashtags:   

গোলের

 | 

মাইলফলক

 | 

স্পর্শ

 | 

করলেন

 | 

রোনালদো

 | 

Sources