Wednesday 21 February 2024
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 3 month ago

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাস ভবনের পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (০৪ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরপর দুই ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলে আশপাশে আতংক ছড়িয়ে পড়ে। এসময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। বিষ্ফোরণের বিকট শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। সেসময় টেনিস কোর্টে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছে। সিসিটি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান,টেনিস ক্লাবের মধ্যে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশাকরি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।এফএসLatest News
Hashtags:   

চাঁপাইনবাবগঞ্জে

 | 

প্রশাসকের

 | 

ভবনের

 | 

ককটেল

 | 

বিস্ফোরণ

 | 

Sources