Monday 1 June 2020
Home      All news      Contact us      English
jagonews24 - 9 days ago

সিলেটে অসহায় ফুটবলারদের সাবেক স্ট্রাইকার ওয়াহেদের ঈদ উপহার

করোনাভাইরাসে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পর নিজ জেলা সিলেটে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার এবার ঈদ উপহার দিয়েছেন তার জেলার অসহায় ফুটবলারদের। গরীব ও অসহায় ফুটবলারদের জন্য অর্থ পাঠিয়ে দিয়েছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য ওয়াহেদ। বাংলাদেশের জাতীয় ও বিভিন্ন জাতীয় বয়সভিত্তিক দলে খেলা সিলেটের ফুটবলার-ইয়ামিন মুন্না, তখ্লিস আহমেদ, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মনসুর লতিফ এবং ঢাকা লিগের শ্যামল মিয়া, হামিদ আহমদ, নাঈম উদ্দিন এবং প্রবাসী সাবেক ফুটবলারদের নিয়ে একটি ফান্ড গঠন করে ওয়াহেদ সিলেট জেলা ফুটবল খেলোয়ড় কল্যাণ সমিতিতে প্রেরণ করেছেন। তারপর সমিতির মাধ্যমে সবার কাছে টাকা পৌঁছে দেয়া হয়েছে। ইংল্যান্ড থেকে ওয়াহেদ আহমেদ করোনায় ক্ষতিগ্রস্থ ফুটবলারদের উদ্দেশ্যে বলেছেন, ‘করোনার কারণে এবার যেন ঈদের আমেজ নেই। অনেকে আছেন দুশ্চিন্তায় ও দুর্ভোগে। তাদের দুর্ভোগ লাঘবে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি শুধু। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অনুদানের সাথে আমি কিছু যোগ করে তহবিল গঠন করে ৪০ জন ফুটবলারকে আর্থিক উপহার দেয়া হয়েছে। যারা এই কাজে সাথে ছিলেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’ আরআই/এমএমআর/জেআইএম


Latest News
Hashtags:   

সিলেটে

 | 

অসহায়

 | 

ফুটবলারদের

 | 

সাবেক

 | 

স্ট্রাইকার

 | 

ওয়াহেদের

 | 

উপহার

 | 
Most Popular (6 hours)

Most Popular (24 hours)

Most Popular (a week)

Sources