Thursday 17 July 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 12 days ago

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানতোলা এলাকার বলির বাড়ির আইয়ুব আলীর ছেলে।

শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাঠানতোলা এলাকার বলির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নাঈম নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদে যায়। ওই সময় ভবনের ছাদে থাকা বিদ্যুতের তারে ভুলবশত জড়িয়ে পড়ে। এতে নাঈম গুরুতর আহত হয়। পরে কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

এফএস


Latest News
Hashtags:   

নোয়াখালীর

 | 

কোম্পানীগঞ্জে

 | 

বিদ্যুৎস্পৃষ্টে

 | 

তরুণের

 | 

মৃত্যু

 | 

Sources