Thursday 17 July 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 13 days ago

নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প

এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিক্ট্রি নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য দেন।
ট্রাম্প বলেন, ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ভিক্টরি ৪৫-৪৭ । এছাড়াও নতুন সুগন্ধির প্রচারণায় আকর্ষণীয় ট্যাগ লাইনও ব্যবহার করা হয়েছে। যে নারী-পুরুষেরা জীবনে জয়ী হতে চায়, তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি। কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।
সুগন্ধি ব্র্যান্ড শানেল নাম্বার ফাইভের মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্র্যান্ডের এই পারফিউম। গ্রাহকরা তাদের সংগ্রহে ভিক্টরি ৪৫-৪৭ রাখতে চাইলে গুণতে হবে ২৪৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ৩শ’ ৭০ টাকা।
এর আগে গত বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প। যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ! নামের পারফিউমটির দাম ছিল ১৯৯ ডলার। শুধু সুগন্ধি নয়, ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে ৬৯ দশমিক ৯৯ ডলারের গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল এবং ২৯৯ ডলারের ট্রাম্প ল্যান্ডস্লাইড বুটস।
প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবে বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিজনেসম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসীন হওয়ার পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য। গত জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী, নিজ নামের ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর ২৫ লাখ ডলার আয় করেছেন ট্রাম্প।
শুধু তাই নয়, ট্রাম্প কারেন্সি, গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেলো মাসেই নিজের ভাণ্ডারে জমা করেছেন ৬ হাজার লাখ ডলার।
এবি


Latest News
Hashtags:   

নিজের

 | 

পারফিউম

 | 

বাজারে

 | 

আনলেন

 | 

ডোনাল্ড

 | 

ট্রাম্প

 | 

Sources