Thursday 17 July 2025
Home      All news      Contact us      RSS      English
somoyerkonthosor - 13 days ago

আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) লন্ডনের হাইকোর্ট এবং পরে কোর্ট অব অ্যাপিল এই নিষেধাজ্ঞা কার্যকরের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মধ্যরাত থেকে যুক্তরাজ্যে সংগঠনটির কার্যক্রম সম্পূর্ণ বেআইনি হয়ে যাচ্ছে।
প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি ২০২০ সালে সংগঠনটি গঠনের পর থেকে যুক্তরাজ্যে ইসরায়েলি সামরিক শিল্পের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করে আসছিলেন। তিনি যুক্তরাজ্যের হাইকোর্টে আবেদন করেন যে, জুলাই মাসের শেষ দিকে যে পূর্ণাঙ্গ শুনানি হতে যাচ্ছে, তার আগে অন্তত এই ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত রাখা হোক।
কিন্তু শুক্রবার বিকেলে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর রাতেই অ্যাপিল কোর্টে জরুরি শুনানির আবেদন করা হয়। সেখানেও রাত সাড়ে ৯টার পর আবেদন খারিজ করে দেয়া হয়।
এর আগে গেল বুধবার (২ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্যালেস্টাইন অ্যাকশন–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। হাউজ অব কমন্সে এ সংক্রান্ত প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে গৃহীত হয়। নিষিদ্ধের কারণ হিসেবে বলা হয়, গত মাসে সংগঠনটির কর্মীরা রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি ঘাঁটিতে ঢুকে দুটি যুদ্ধবিমানে লাল রঙ ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল। তারা এর মাধ্যমে যুক্তরাজ্যের ইসরায়েলপন্থি অবস্থান এবং গাজার উপর চলমান ইসরায়েলি হামলার সমর্থনের প্রতিবাদ করে।
সরকার বলছে, এই ধরনের কার্যক্রমকে ‘সহিংস, বিপজ্জনক ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে দেখা হচ্ছে। ফলে প্যালেস্টাইন অ্যাকশন–এর সদস্য হওয়া, তাদের পক্ষে প্রচারণা চালানো, অর্থায়ন করা কিংবা সামাজিক মাধ্যমে সমর্থন জানানো এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড।
এই নিষেধাজ্ঞা ঘোষণার ফলে ব্রিটিশ আইনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের কাতারে ফেলা হবে। এর ফলে কেউ এই গোষ্ঠীকে সমর্থন করলে বা সদস্য হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এই সিদ্ধান্তের পর জাতিসংঘ মানবাধিকার পরিষদের মনোনীত বিশেষজ্ঞরা ব্রিটেনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা বলেছেন, জীবন বিপন্ন করার উদ্দেশ্য ছাড়াই সম্পত্তির ক্ষয়ক্ষতিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা উচিত নয়। সূত্র: আল জাজিরা

এবি


Latest News
Hashtags:   

আদালতে

 | 

আবেদন

 | 

খারিজ

 | 

ব্রিটেনে

 | 

নিষিদ্ধ

 | 

হচ্ছে

 | 

প্যালেস্টাইন

 | 

অ্যাকশন

 | 

Sources