গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে পরিচয় হয় নূরুল আতিয়া নামের এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে প্রণয়। মোহন বন্দুকসী টানা ১২ বছর মালয়েশিয়ায় কাজ করে সম্প্রতি স্থায়ীভাবে দেশে চলে আসেন। কিন্তু, যোগাযোগ চলতে থাকে মালয়েশিয়ান সেই তরুণীর সঙ্গে।
Sunday 24 September 2023
⁞
