নড়বড়ে শুরুর পর দারুণ ছন্দে এগিয়ে চলছে ম্যানচেস্টার সিটি। টানা জয়ের রেকর্ড তারা বাড়িয়ে নিয়েছে ২০ ম্যাচে। সামনে ম্যাচে হাতছানি দিচ্ছে আরও রেকর্ড। অনেকে তাই সিটিকেই দিচ্ছেন বর্তমানে ইউরোপ সেরা দলের তকমা। তবে তাদের সঙ্গে একমত নন প্রিমিয়ার লিগের দলটির কোপ পেপ গুয়ার্দিওলা। তার মতে, ইউরোপ সেরা দল এখন বায়ার্ন মিউনিখ।
Thursday 15 April 2021
bangla.bdnews24 - 1 month ago
‘সিটি নয়, ইউরোপ সেরা বায়ার্ন’


করোনা ভাইরাস: এক মাসে মারা গেছে প্রায় দেড় হাজার মানুষ, দাফন করতে করতে ক্লান্ত স্বেচ্ছাসেবীরা
- BBC Bangla⁞
