Saturday 28 March 2020
Home      All news      Contact us      English
jagonews24 - 1 days ago

যুক্তরাজ্যে লকডাউন থাকতে পারে ছয় মাস

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। সব না হলেও বর্তমানে চলমান অনেক নিষেধাজ্ঞাই দীর্ঘদিন বলবৎ রাখার পক্ষে মত দিয়েছেন তিনি। সম্প্রতি বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস। তার মতে, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দেশজুড়ে বর্তমান কড়াকড়ি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই না এসব ব্যবস্থা এত তাড়াতাড়ি তুলে নেয়া হোক। এতে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যেতে পারে, যাতে আমাদের সব চেষ্টাই বৃথা হয়ে যাবে।’ ডা. জেনি বলেন, ‘সব মিলিয়ে অন্তত ছয় মাসের মতো হতে পারে। তবে এখন যে পর্যায়ে অবরোধ চলছে ওই পর্যন্ত এতটা না হলেও চলবে। সেক্ষেত্রে কিছু কড়াকড়ি তুলে নেয়া এবং সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ বজায় রাখা যেতে পারে।’ বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্স রীতিমতো মৃত্যুপুরী। জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যের অবস্থাও ভয়াবহ। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১১৫ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৮ জন, মারা গেছেন ৫৭৮ জন। সূত্র: ডেইলি মেইলকেএএ/


Latest News
Hashtags:   

যুক্তরাজ্যে

 | 

লকডাউন

 | 

থাকতে

 | 
Most Popular (6 hours)

Most Popular (24 hours)

Most Popular (a week)

Sources