Wednesday 1 April 2020
Home      All news      Contact us      English
jagonews24 - 6 days ago

‘ঘরে নামাজ আদায়ে প্রধানমন্ত্রীর আহ্বান আমা‌দের মানা উচিত’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মুসলমানদের ঘরে নামাজ আদায় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুরোধ করেছেন, তা মানতে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন সা‌বেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৪ মার্চ) জাতির উদ্দেশে ভাষণে মুসলমান ধর্মাবলম্বীদের ঘরে নামাজ আদায় করার যে অনুরোধ করেছেন, করোনার সংক্রমণ বন্ধে তার অনুরোধ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মান্য করার মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। যার-যার ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, কিন্তু জমায়েতের মাধ্যমে যেহেতু এই ভাইরাস সংক্রমিত হয়, সেহেতু এটা মানতে হবে।’ বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃ‌তি‌তে তি‌নি এ সব কথা বলেন। এম এ আউয়াল বলেন, ‘এখনও দেশের আলেমরা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। ইসলামিক ফাউন্ডেশন মসজিদে নামাজ আদায় নিয়ে আলেমদের মাধ্যমে মুসলমানদের অনুরোধ জানানোর কথা আলোচনা হলেও তারা কর্ণপাত করেননি। মসজিদ ইবাদতের স্থান, ঘরেও ইবাদতের বৈধতা ইসলামে আছে এবং আল্লাহর নবীর কোনো নিষেধাজ্ঞা নেই।’ সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘ইতিমধ্যে সারা পৃথিবীতে বিশেষ করে মুসলিমপ্রধান রাষ্ট্রগুলোও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করেছে। এই জমায়েত প্রার্থনা থেকে নিষিদ্ধ নয়, একটি সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এই নিষেধাজ্ঞা। সারা দুনিয়াতেই মুসলমানরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা জমায়েত থেকে বিরত রয়েছে। মূলকথা হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে আগেও বিভ্রান্ত করা হয়েছে, এখনও করা হচ্ছে।’ এফএইচএস/এফআর/এমকেএইচ


Latest News
Hashtags:   

নামাজ

 | 

আদায়ে

 | 

প্রধানমন্ত্রীর

 | 

আহ্বান

 | 

আমা‌দের

 | 
Most Popular (6 hours)

Most Popular (24 hours)

Most Popular (a week)

Sources